HighlightNewsরাজ্য

খয়রাশোলের বড়কুড়ি গ্রাম থেকে ৩১৯ কেজি গাঁজা উদ্ধার করল সিআইডি

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার বড়কুড়ি গ্রাম থেকে বিপুল পরিমানের নিষিদ্ধ গাজা উদ্ধার করলো সিআইডি একটি দল। বীরভূম জেলার খয়রাশোল থানার বড়কুড়ি গ্রামের বাসিন্দা নিমাই মণ্ডল নিষিদ্ধ গাঁজার কার বারের সাথে জড়িত আছেন গোপন সূত্রে এই খবর পায় সিআইডি। এরপরই তার বাড়িতে শনিবার ভোর রাত্রি ২.৩০ মিনিটে সিআইডির আধিকারিক সঞ্জীব পালের নেতৃত্বে সিআইডির একটি দল খয়রাশোল থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয়। সূত্রের খবর, নিমাই মণ্ডলের বাড়ি থেকে ৩১০ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারদর কয়েক লক্ষাধিক টাকা বলে জানাগিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হইনি। বাড়ির মালিক নিমাই মণ্ডল পলাতক।

Related Articles

Back to top button
error: