রাজ্য শীতলকুচিকাণ্ডে আজ দুই সিআইএসএফ অফিসার সহ ছয় জওয়ানকে তলব সিআইডির By TDN Bangla - 11 May 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print pic Courtesy : ABP টিডিএন বাংলা ডেস্ক: শীতলকুচিকাণ্ডে আজ দুই সিআইএসএফ অফিসার সহ ছয় জওয়ানকে তলব সিআইডির। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ভবানীভবনে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।