HighlightNewsদেশ

আমিষ খাদ্যকে কেন্দ্র করে জেএনইউতে সংঘর্ষ, ছাত্রদের মারধরের অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক : রবিবার রাতে কাবেরী হস্টেলে আমিষ খাদ্য খাওয়াকে কেন্দ্র করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়লেন দু’টি ছাত্র সংগঠনের সদস্যরা। তারা শিক্ষার্থিদের আমিষ খাদ্য খেতে বাধা দেয়। এমনকি সেখানে ছাত্রদের মারধর করারও অভিযোগ উঠলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিরুদ্ধে। জানা গিয়েছে, বাম-বিজেপি ছাত্র সংগঠনের সদস্যদের এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন পড়ুয়া। এছাড়া হস্টেলের সহকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার সকালে এবিভিপি-র ‘অজ্ঞাতপরিচয়’ কিছু সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৫০৬, ৫০৯ এবং ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। অন্যদিকে এবিভিপি-র ছাত্ররাও পাল্টা এফআইআর করবেন বলে খবর পাওয়া যাচ্ছে।

এই সংঘর্ষ প্রসঙ্গে জেএনইউ ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তাঁদের আমিষ খেতে বাধা দেন। বহু পড়ুয়া সদস্য এই ঘটনায় আহত হন। অন্যদিকে সাংবাদিক সম্মেলেন করে এবিভিপির সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রোহিত কুমার বলেন, আমিষ বা মাংস খাওয়া নিয়ে গন্ডগোল হয়নি। তারা পাল্টা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাম নবমীর পুজোর আয়োজন করা হলে বাম ছাত্র সংগঠন সেই পুজো নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। তাদের আরও অভিযোগ, যে কোনও ধরনের হিন্দু অনুষ্ঠানের আয়োজন করলে, তা বন্ধ করতে বাম ছাত্র সংগঠন উদগ্রীব হয়ে ওঠে।

Related Articles

Back to top button
error: