আল-আকসায় ইসরাইলীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ফিলিস্তিনে, ভয়াবহ পরিণতির হুশিয়ারি হামাসের

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়লো ফিলিস্তিনি ও ইসরাইলীরা। পূর্ব ঘোষণা মত পতাকা মিছিল করেছে হাজার হাজার ইসরায়েলিরা আল আকসা মসজিদের দিকে এগোতে থাকলে আবারও উত্তেজনা ছড়ায়। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো আল আকসাতে প্রবেশের প্রচেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুশিয়ারি দিয়ে ছিল। কিন্তু সেই হুমকিকে উপেক্ষা করে মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে মিছিল নিয়ে আল আকসার দিকে এগোতে থাকে ইসরাইলীরা। মিছিল থেকে তারা ‘আরবদের জন্য মৃত্যু’ স্লোগান তোলে। প্রায় ২ হাজার ৬০০ ইহুদি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করলে তাদের বাঁধা দিতে এগিয়ে আসে ফিলিস্তিনিরা। তারা পাথর নিক্ষেপ করে ও আতশবাজি ফেলে। কিন্তু ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পূর্ব জেরুসালেমের আরো কয়েকটি এলাকায় ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়। কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয় ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে দামাস্কাস গেটের পরিস্থিতি শান্ত হতেই শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি বাড়িগুলোর ওপর হামলা চালানো হয়। আলজাজিরার ইমরান খান ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরা এসব হামলা চালায়। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী পাল্টা হামলা চালায়। তাদের অভিযানে ইহুদিবাদী বসতি স্থাপনকারীসহ অন্তত ১৯ সেনা আহত হয়েছে। গতকাল সারা দিনরাত ধরে পশ্চিমতীরে অন্তত ১৯১ দফা সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি যুবকদের সঙ্গে। জেনিন এবং নাবলুস ব্যাটালিয়নের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরের বিভিন্ন অংশে সামরিক অবস্থান, চেকপয়েন্ট এবং ইহুদিবাদী যানবাহনে ৩৫ দফা গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সঙ্ঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল-আকসার সাবেক গ্র্যান্ড মুফতি ও মসজিদটির প্রচারক শায়েখ ইকরিমা সাবরি ইসরায়েলিদের এমন আচরণের নিন্দা করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘আল-আকসা মসজিদে আজ যা ঘটেছে, তা ১৯৬৭ সাল থেকে ঘটেনি।’

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরবযুদ্ধে পূর্ব জেরুজালেম দখল উপলক্ষ্যে উগ্র ইহুদি গ্রুপগুলো প্রতিবছর ওল্ড সিটির মুসলিম কোয়ার্টারের সংকীর্ণ রাস্তাগুলো দিয়ে ইসরাইলি পতাকা মিছিল করে, গান গায়। তারা এর মাধ্যমে পূর্ব জেরুসালেম দখলকে উদযাপন করে। আর ফিলিস্তিনিরা একে ইহুদি বসতি স্থাপনকারীদের উস্কানি হিসেবে দেখে। তারা এ সময় তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ঘরে অবস্থান করতে থাকে। ফিলিস্তিনিরা এর বিরোধিতা করলেও ইসরায়েল পুরো জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দাবি করে।