নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। কয়েক প্রজন্মের বাঙালি কিশোরবেলার সঙ্গী হয়ে রয়েছে তাঁর সৃষ্টি করা একের পর এক চরিত্র। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
নারায়ণ দেবনাথের সৃষ্ট অন্যতম বিখ্যাত চরিত্রগুলি হল- বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি। তাঁর সৃষ্ট চরিত্রগুলি সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, ২০২১ সালে পান পদ্মশ্রী সম্মান, ২০১৩-য় সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
নারায়ণ দেবনাথ জন্মগ্রহন করেন ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে। তাঁর বাড়িতে অলঙ্কার তৈরি হত। তাই ছোট বেলাতেই তিনি গয়নার নকশা তৈরি করা শিখে ছিলেন। অর্থাৎ সেই ছোট বেলাতে থেকেই শিল্পের প্রতি তাঁর ঝোঁক ছিল। স্কুলের পড়াশোনা শেষে তিনি আর্ট কলেজে ভর্তি হন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যায় আর্ট কলেজের পড়াশোনা।
জানা গিয়েছে, তাঁর দীর্ঘ দিন ধরেই তিনি ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগ ছিলেন। এছাড়া রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল বলে জানা গিয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।