পানিহাটিতে দই চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত তিন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর ২৪ পরগনার পানিহাটি তে দই চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত্যু হলো তিনজনের। অসুস্থ হয়েছেন আরো প্রায় ১৫ জন। ঘটনার পরেই আপাতত মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোভিড আবহে দুবছর পর এবার অত্যাধিক গরমের মধ্যেই বসেছিল দই চিঁড়ের মেলা। কিন্তু মেলায় মানুষের কার্যত ঢল নামে। তখনই প্রবল হুড়োহুড়ি ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনজন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় ৩ জনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন। সমস্তরকম সাহায্য করছেন তাঁরা। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।