HighlightNewsআন্তর্জাতিক
জোটে ফাটল, পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, নির্বাচন হতে পারে অক্টোবরে
টিডিএন বাংলা ডেস্ক: জোটের প্রতি সমর্থন হারানোর পর বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। গত সপ্তাহেও তিনি চেয়ার ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব তৎকালীন রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা প্রত্যাখ্যান করেন। মারিও একটি কোয়ালিশন সরকার চালাচ্ছেন। দু’মাস ধরে দ্রাঘির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিত্ররা। বেশিরভাগ সিদ্ধান্তই দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কঠোর পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছিল।
এবার প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগের পর এটা স্পষ্ট যে, ইতালিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট মাতারেলা অক্টোবরে নির্বাচনের ঘোষণা করতে পারেন। দ্রাঘি নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।