HighlightNewsদেশরাজ্য

নেতাজি নিয়ে কমিটি,১ বছরেও বৈঠক হলো না কমিটির

টিডিএন বাংলা ডেস্ক : নেতাজিকে নিয়ে কমিটি। দেশের বিশিষ্ট ৮৫ জন ব্যক্তি নিয়ে গঠিত হয়েছিল কমিটি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত বছর ৮ জানুয়ারি কমিটির কথা নিজে জানিয়েছিলেন। কমিটিতে রাখা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, চন্দ্র কুমার বসু সহ বহু বিশিষ্টজনকে। সূত্রের খবর, এক বছর হয়ে গেলেও এখনও কমিটির সদস্যরা বৈঠকে বসতে পারেননি। যা নিয়ে উঠছে প্রশ্ন।

বিজেপি নেতা চন্দ্র কুমার বসুর প্রশ্ন, “অনেকেই নেতাজিকে সম্মান দিতে চান না। বিস্ময়কর হল ভারত সরকারের ভূমিকা। বৈঠকের দাবিতে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। তারপরও তিনি নীরব কেন? এটা কি অসম্মান নয়?” উল্লেখ্য বিজেপি নেতা হলেও চন্দ্র কুমার বসু বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতির পদ থেকে অনেক আগেই পদত্যাগ করেছেন।

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বাংলার ভোটের সময় এলে প্রধানমন্ত্রীর নেতাজিকে মনে পড়ে। অন্য সময় মনে পড়ে না। তাই হয়তো বৈঠক ডাকা হয়নি।” তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নেতাজিকে সম্মানের নামে অসম্মান করা হয়েছে।”

Related Articles

Back to top button
error: