টিডিএন বাংলা ডেস্ক : সঙ্ঘ পরিবার ও তালিবানকে এক আসনে বসানোর জের। বলিউডের গীতিকার জাভেদ আখতারকে শো-কজ নোটিশ পাঠাল থানের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটর এজলাস। নোটিশে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছে, কেন এই তুলনা তিনি টেনেছিলেন? ১২ নভেম্বরের মধ্যে ওই উত্তর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারী আদালতে জানান, সঙ্ঘ ভারতের একটি প্রাচীন সংগঠন। সংগঠনের অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো অনেক ব্যক্তিত্বই একটা সময় সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মতো ব্যক্তিত্বও সঙ্ঘের সদস্য ছিলেন। দেশের প্রাচীন প্রতিষ্ঠানের সঙ্গে তালিবানদের তুলনা টেনে জাভেদ আখতার অসম্মান করেছেন।তালিবান আর সঙ্ঘের আদর্শ এক নয়। আবেদনকারীর তরফে আইনজীবী আদিত্য মিশ্র বলেন, নাগপুরের হিন্দুত্ববাদী সংগঠনটি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আমজনতার চোখে এই সংগঠনের ভাবমূ্র্তি নষ্ট করাই এই মন্তব্যের লক্ষ্য। ক্ষতিপূরণ হিসেবে শিল্পীর কাছে তিনি এক টাকা দাবি করেছেন।
ঠিক কী বলেছিলেন জাভেদ? প্রখ্যাত গীতিকার তালিবান-আরএসএসের সঙ্গে তুলনা করে বলেন, তালিবান ইসলামি রাষ্ট্র চায়। আর এই লোকগুলো হিন্দু রাষ্ট্র চায়। উল্লেখ্য, জাভেদ কিন্তু সরাসরি সঙ্ঘের নাম করেননি। এই মন্তব্যের পরই বিবেক চম্পানারকর নামে এক আরএসএস কর্মী জাভেদের বিরুদ্ধে মামলা করেন। ১ টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়।