HighlightNewsদেশ

উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্র ও রাজস্থানে ওমিক্রনে আক্রান্ত একাধিক

টিডিএন বাংলা ডেস্ক : ক্রমশ জাল বিস্তার করছে ওমিক্রন। রবিবার মহারাষ্ট্রে ৭ জনের দেহে নতুন ভ্যারিয়েন্টের হদিস পাওয়া গেছে। তারা পুনার বাসিন্দা। জিনোম সিকোয়েন্সিং-এর পর এই রিপোর্ট দিয়েছে পুনে ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ৪ জনের ভ্যাকসিনের দুটি টিকা নেওয়া হয়েছে। আর বাকি তিনজন নাবালক। পাশাপাশি রাজস্থানের জয়পুরে একই পরিবারের ৯ জনের শরীরে পাওয়া গেছে এই প্রজাতি। তাদের মধ্যে চারজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সবমিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪।

থাবা চওড়া করছে ওমিক্রন। নতুন প্রজাতিতে আক্রান্ত প্রথম ২জনের সন্ধান পাওয়া গিয়েছিল কর্নাটকে। শনিবার খবর পাওয়া যায় গুজরাতের জামনগরেও আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। দিল্লিতেও ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এবার মুম্বই ও রাজস্থানে হানা। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, নাইজেরিয়া থেকে ফিরেছেন এক মহিলা ও তার দুই মেয়ে। তার এবং তার সন্তানদের শরীরে ওমিক্রন স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গেছে। সেই মহিলার ভাই এবং তার দুই শিশু সন্তানের দেহেও মিলেছে এই প্রজাতির অস্তিত্ব। অন্যদিকে রাজস্থানে নতুন স্ট্রেনে আক্রান্ত একই পরিবারের ৯জন।

ওমিক্রন যখন ক্রমশ সক্রিয় হয়ে উঠছে, সেই সময় দেশের দৈনিক করোনার সংক্রমণের গ্রাফ খুব একটা নিম্নমুখী নয়। শনিবারের থেকে সামান্য বেড়েছে সংক্রমিত সংখ্যা। তবে ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুর পরিসংখ্যান যথেষ্ট বেশি।

Related Articles

Back to top button
error: