বিজেপিকে ব্যাপকভাবে হারানোর জন্য অভিনন্দন; টুইট বার্তা রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক: বাংলায় নিলবারীর লড়াইয়ে বামেদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেসও। কিন্তু লড়াইটা শুধু তৃণমূলের বিরুদ্ধে ছিল না, ছিল বিজেপির বিরুদ্ধেও। সেটাই আরো একবার স্পষ্ট করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাই বাংলায় কংগ্রেসের গড় বলে পরিচিত মালদা, মুর্শিদাবাদে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেও বাংলার মানুষের রায়ে বিজেপি যেভাবে ব্যাপক হার স্বীকার করতে বাধ্য হয়েছে তার জন্য বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। জয়ী ও এগিয়ে থাকা মিলিয়ে তৃণমূল ২১৫ আসনে আর বিজেপি ৭৫ আসনে পৌঁছনোর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইটারে রাহুল গান্ধী লেখেন,”আমি বিজেপিকে ব্যাপকভাবে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের জনগনকে অভিনন্দন জানাতে পেরে খুশি।”