টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন বিজেপির তিন সাংসদ। চিঠিতে তিন সাংসদ রাহুলের বিরুদ্ধে আমেরিকা সফরে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছেন। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, এই চিঠি লিখেছেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর, পারভেশ সাহেব সিং এবং পুনম মহাজন।
চিঠিতে বলা হয়েছে, রাহুল গান্ধীর ‘মহব্বত কি দুকান’-এর কথা শুনে দারুণ লাগছে। তাঁর দল সত্যিই এই পথ অনুসরণ করলে কতই না ভালো হতো, কিন্তু হায়, কংগ্রেসের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক।
বিজেপি চিঠিতে বলেছে যে কংগ্রেস দল এবং গান্ধী পরিবারের জন্য ঘৃণা ছড়ানো নতুন কিছু নয়। তিনি এটা আয়ত্ত করেছেন। গান্ধী পরিবারের ইতিহাসের পাতা উল্টালে অনেক বিদ্বেষের গল্প পাওয়া যাবে। এই পরিবার দেশে বিদ্বেষের মেগা মল খুলেছে।
চিঠিতে দাবি করা হয়েছে, কংগ্রেসের শাসনামলে সর্বাধিক দাঙ্গা সংঘটিত হয়েছিল এবং বিদ্বেষের দোকান সাজানো হয়েছিল। কংগ্রেস নেতাদের সঙ্গে নেহেরু-গান্ধী পরিবার কীভাবে দুর্ব্যবহার করেছে তাও লেখা হয়েছে। শুধু তাই নয়, গান্ধী পরিবার কি ধরনের অমানবিক আচরণ করেছিল তাদের নিজেদের আত্মীয়দের সাথে তা নিয়েও লেখা হয়েছে চিঠিতে। আরো বলা হয়েছে, দেশের মহান ব্যক্তিত্বদের প্রতি গান্ধী পরিবারের বিদ্বেষ আজও প্রকাশ পায়।