টিডিএন বাংলা ডেস্ক: “মায়াবতী দলিতদের প্রতিশোধের জন্য লড়াই করেননি।”রাহুল গান্ধীর এহেন মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে মায়াবতী বলেন, তাঁর দলের বিষয়ে না ঢুকে কংগ্রেসের উচিত নিজের ঘর গোছানো। রবিবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,”কংগ্রেস তার নিজের উপায় ঠিক করতে পারে না এবং নিজের ঘর সাজাতে পারে না, কিন্তু আমাদের বিষয়ে নাক গলাচ্ছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিএসপি সম্পর্কে মন্তব্য করার আগে ১০০ বার ভাবা উচিত।”
প্রসঙ্গত, শনিবার রাহুল গান্ধী “দি দলিত ট্রুথ” নামে একটি বই প্রকাশ করতে এসে ভাষণ দেওয়ার সময় বলেন,বিজেপির রাজনৈতিক চাপের কারণে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিএসপি সুপ্রিমো মায়াবতী তার সম্পূর্ন প্রচেষ্টা করেননি। এককথায় পথ ছেড়ে দিয়েছেন বিজেপিকে। এখানেই থামেননি রাহুল গান্ধী। তিনি আরো অভিযোগ করেন, তাঁর দল কংগ্রেস বিধানসভা নির্বাচনে মায়াবতীকে জোট এবং মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি কোনও জবাব দেননি।
রাহুল গান্ধীর এই সমস্ত দাবি সাফ অস্বীকার করেছেন মায়াবতী। পাল্টা কংগ্রেসকে সতর্কবার্তা দিয়ে মায়াবতী সাংবাদিক বৈঠকে বলেন,”বিএসপিকে বিজেপির ভয় দেখানোর রাহুল গান্ধীর অভিযোগ এবং তারা আমাদের জোট সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং আমাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল এবং আমি সাড়া দিইনি তা সম্পূর্ণ ভুল”। তিনি আরও বলেন,”আমরা এমন একটি দল নই যেখানে রাহুল গান্ধীর মত নেতা সংসদে প্রধানমন্ত্রীকে জোর করে জড়িয়ে ধরেন, আমরা এমন একটি দল নই যাকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করে।”
একইসঙ্গে, বিজেপির বিরুদ্ধেও সরব হয়ে মায়াবতী বলেন, বিজেপি শুধুমাত্র কংগ্রেসের অস্তিত্ব শেষ করার জন্য কাজ করছেনা, সমস্ত বিরোধীদের শেষ করার জন্য কাজ করছে। বিজেপি এবং আরএসএস শুধু ভারতকে “কংগ্রেস মুক্ত” নয়, “বিরোধী মুক্ত” করে তুলছে। যাতে, চিনের রাজনৈতিক ব্যবস্থার মত ভারতেও জাতীয় স্তর থেকে গ্রাম পর্যায়ে শুধুমাত্র একটি প্রভাশালী দল বর্তমান থাকে।