টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটক কংগ্রেস মঙ্গলবার এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কংগ্রেস ১৮ জুলাই অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে আইনের বিধান লঙ্ঘনের অভিযোগ করেছে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসারের বেঙ্গালুরুতে দ্রৌপদী মুর্মুর পক্ষে দেওয়া সমস্ত ভোটকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ হিসাবে বিবেচনা করার নির্দেশ দেওয়া উচিত।