পেট্রোপণ্যের শুল্ক কমানোকে তীব্র আক্রমণ তৃণমূলের, ভয়ে দাম কমিয়েছে মত কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : পেট্রোপণ্যের দাম কমিয়ে জ্বালানির জ্বালাতে কিছুটা হলেও মলম দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে সমালোচনা পিছু ছাড়ছে না মোদি সরকারের। বরং বিরোধীদের আক্রমণের ঝাঁঝ আরও বেড়ে গেল। বৃহস্পতিবার আক্রমণ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এবার মুখ খুলল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন রীতিমতো তথ্য পরিসংখ্যান তুলে ধরে টুইটারে আক্রমণ করেছেন কেন্দ্রকে। তিনি বলেন, গতবছর পেট্রোলের ওপর শুল্ক ৬৫% বেড়েছিল। কিন্তু এ বছর মাত্র ১৫% কমেছে। এই বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সরকারের পেট্রোল শুল্ক গত বছরের তুলনায় ৩৩% বৃদ্ধি পেয়েছে। যা করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় ৭৯% বেশি।”

তৃণমূল নেতা যশবন্ত সিনহা টুইটারে লেখেন, “ধন্যবাদ মোদিজি। পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কয়েকশো কোটি টাকা ডাকাতি করার পর সামান্য কিছু টাকা কমিয়েছেন।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কটাক্ষ করে বলেন, “নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপিশাসিত রাজ্যগুলি কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা পায়। বাড়তিও পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়া টাকাই পায় না।”

কংগ্রেস নেতৃত্ব মনে করছে, সামনে নির্বাচন গুলি নিয়ে বিজেপি অশনিসংকেত দেখছে। তাই ভয় পেয়ে জ্বালানি তেলের ওপর শুল্ক কিছুটা কমিয়েছে। কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, শুধু ২০২১ সালেই কেন্দ্র পেট্রোলের দাম বাড়িয়েছে ২৮ টাকা এবং ডিজেলের দাম বাড়িয়েছে ২৬ টাকা। ১৪টি বিধানসভা এবং ২টি লোকসভা আসনের উপনির্বাচনে হারার পর ৫টাকা আর ১০টাকা কমিয়ে এ কেমন দিওয়ালি গিফট দিচ্ছেন মোদি জি?