HighlightNewsদেশ

দিল্লি পুলিশের হেফাজতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন কৃষি আইন এর বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অধীর রঞ্জন চৌধুরী ও গুলাম নবি আজাদ দু’কোটি স্বাক্ষর জমা দেন। কংগ্রেসের এই কর্মসূচি চলাকালীন আটক করা হয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে। জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেই কংগ্রেসের অন্য বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও দিল্লির মন্দির মার্গ থানায় আধঘন্টা হেফাজতে রাখার পর তাদের মুক্ত করে দেওয়া হয়।

দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিজেপি সরকার কৃষকদের পেটে লাথি মারছে এবং এটা আমাদের কর্তব্য যে আমরা কৃষকদের প্রতি আমাদের কর্তব্য পালন করব। তিনি আরো বলেন,”জওয়ান কৃষকদের সন্তান। যারা কৃষকদের কণ্ঠস্বরকে অবহেলা করছেন, তারা নিজেদের জেদ ধরে রেখেছেন। যখন দেশের অন্নদাতারা বাইরে ঠান্ডায় বসে আছেন তখন সরকারের হৃদয় কৃষক বাজান কারোর জন্যই কি সম্মান আছে? নাকি, এটা শুধুমাত্র তাদের রাজনীতি? নিজেদের পুঁজিপতি বন্ধুদের প্রতি সম্মান?”

প্রসঙ্গত, এদিন রাহুল গান্ধীর সঙ্গে মাত্র দুজন নেতাকেই রাষ্ট্রপতি ভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। মিছিলের অনুমতি না পাওয়ার কারণে ১০ নম্বর জনপথের বাইরে প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য আরো অনেক কংগ্রেস নেতারা ধরনায় বসে ছিলেন। সেখান থেকেই আটক করা হয় তাঁদের। কংগ্রেস দপ্তরের বাইরে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।

Related Articles

Back to top button
error: