টিডিএন বাংলা ডেস্ক: দেশের কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় একাধিকবার বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে সরব হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতা-নেত্রীরা। করোনার এই পরিস্থিতি নিয়ে দেশের মানুষের কাছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে করা কংগ্রেসের এহেন মন্তব্যগুলিকে মানুষের মধ্যে “মিথ্যা আতঙ্ক” তৈরি করার প্রচেষ্টা বলে পাল্টা অভিযোগ তুলেকংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নর্দান মতে, কংগ্রেস “মিথ্যা আতঙ্কের”পরিবেশ সৃষ্টি করে মানুষকে বিপথে চালিত করছে। “এতে করোনার বিরুদ্ধে লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে।”
সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গাফিলতির কড়া সমালোচনা করা হয়। এরপরে মঙ্গলবার সোনিয়া গান্ধীকে পাল্টা চিঠি লিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “এই কঠিন পরিস্থিতিতে রাহুল গাঁধী-সহ কংগ্রেসের নেতা, নেত্রীদের আচরণ মানুষ দ্বিচারিতা ও অসার মন্তব্যের দৃষ্টান্ত হিসাবেই মনে রাখবেন।”শুধু তাই নয়, সোনিয়া গান্ধীকে লেখা ওই চিঠিতে নারদা আরো বলেন, কংগ্রেস নেতাদের এহেন আচরণে তিনি বিস্মিত না হলেও দুঃখবোধ করছেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন আড্ডার সোনিয়া গান্ধীকে লেখা এই চিঠির জবাব দিতে দেরি করেননি গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদম্বরম। নাড্ডার চিঠির জবাবে টুইট করে তিনি লিখেন,”ভুল তথ্য দিয়ে কংগ্রেস সভানেত্রীকে চিঠি না লিখে বিজেপি সভাপতি জেপি নড্ডা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত অতিথি নিবন্ধে দুই নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডুফলোর লেখাটি পড়ে নিতে পারতেন।”