জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ‘বিকৃতি’র বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক: দেশের নতুন সংসদ ভবনে নির্মীত জাতীয় প্রতীক অশোক স্তম্ভকে ‘বিকৃত’ করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এবার এর প্রতিবাদে কলকাতায় পথে নামলো কংগ্রেস। শুক্রবার যদুবাবুর বাজারের মোড়ে বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। অভিযোগ, নতুন সংসদ ভবনের অশোক স্তম্ভে সিংহ দাঁত বার করে আছে। অথচ পূর্বে শুধুই চোখ দেখা যাত দাঁত নয়। আর তা নিয়েই শুরু বিতর্ক। এদিনের বিক্ষোভ মিছিলে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।