HighlightNewsদেশ

কংগ্রেস মানে দুর্নীতি, কমিশন ও বিভাজন, বললেন নাড্ডা

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস নেতাদের দাম্ভিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তাদের নেতারা সবচেয়ে পিছিয়ে পড়াদের জাত-সম্পর্কিত গালি দেয় এবং তারপরে ক্ষমাও চায় না। তাদের কাছে অহংকার বড় এবং বোঝার ক্ষমতা ছোট হয়ে গেছে। তিনি বলেন, কংগ্রেস মানে দুর্নীতি, কমিশন, বিভাজন, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র। যেখানে বিজেপি মানে মিশন, সমাজসেবা, নারী ও সমাজের ক্ষমতায়ন এবং রিপোর্ট কার্ডের সংস্কৃতি, যা বলা হয়েছিল টা করা, যা বলা হবে তাই করা হবে।

জেপি নাড্ডা ভোপালে বিজেপির নতুন রাজ্য কার্যালয়ের ভূমিপূজন করেন। এর পরে, মতিলাল নেহেরু স্টেডিয়ামে বিজেপি বুথ সভাপতিদের সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, মোদী সরকার এবং শিবরাজ সরকারের পরিকল্পনা ও অর্জনের তালিকা করেন। এসব কথা জনসম্মুখে বলতে কর্মীদের নির্দেশ দেন। তিনি কর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা তর্ক-বিতর্কের ভিত্তিতে জনসমক্ষে যান। এটা গলা ফাটানোর সময় নয়, বিরোধীদের অবস্থান নষ্ট করার সময়।

ভোপালের মতিলাল নেহেরু স্টেডিয়ামে বিজেপির বুথ সভাপতি সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তোমর, বিজয়বর্গীয় সহ অনেক বড় নেতারা।

Related Articles

Back to top button
error: