HighlightNewsদেশ

রাহুলের শাস্তি প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কংগ্রেস: ১৪টি বিরোধী দলের পদযাত্রা, সুপ্রিম কোর্টে ইডি-সিবিআই পদক্ষেপ নিয়ে পিটিশন

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের নবম দিন ফের লন্ডনে রাহুল গান্ধীর বক্তব্যের জেরে সংসদে তাঁর ক্ষমা চাওয়ার দাবি করে বিজেপি। বিজেপি জানিয়েছে, রাহুলের সংসদ সদস্যপদ বাতিল করা উচিত। এই ইস্যুতে আজ আবারও হট্টগোল হয় লোকসভায়। রাহুল গান্ধীর শাস্তি ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে ১৪টি বিরোধী দল বিজয় চক পর্যন্ত পদযাত্রা করে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্যও সময় চেয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও বিকেল ৫টায় দলের উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শুক্রবার ১৪টি বিরোধী দল সুপ্রিম কোর্টে পৌঁছয়। এই দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার সিবিআই-ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী নেতাদের টার্গেট করছে। সুপ্রিম কোর্টে শুনানি হবে ৫ এপ্রিল।

শুক্রবার সংসদে বৈঠক করেন কংগ্রেস সদস্যরা। ওই বৈঠকে মল্লিকার্জুন খার্গে ছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। এদিকে, লোকসভায় রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল এবং আদানি মামলার জেপিসি তদন্তের দাবি নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে ধুন্ধুমার কান্ড বেঁধে যায়।
দুপুর আড়াইটা পর্যন্ত রাজ্যসভা মুলতবি করা হয়। লোকসভার কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। এরপর আবার শুরু হয় কার্যক্রম।

Related Articles

Back to top button
error: