HighlightNewsদেশ

কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে আপ-কে সমর্থন করবে কংগ্রেস: সংসদে সমর্থন জানাবে দল; খাড়গের সঙ্গে নীতীশের বৈঠকের পর মিলল সহমতি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে অফিসারদের বদলি-পোস্টিং সংক্রান্ত কেন্দ্রের অধ্যাদেশ ইস্যুতে কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বৈঠকের পর এই চুক্তি হয়েছে। দলের সিনিয়র নেতা কেসি ভেনুগোপাল বলেছেন, আম আদমি পার্টি অর্ডিন্যান্সের বিরুদ্ধে দলকে সমর্থন করবে।

সুপ্রিম কোর্টের এই মামলায় দেওয়া নির্দেশ দিয়েছিল, নির্বাচিত সরকারই দিল্লির বস। লেফটেন্যান্ট গভর্নরের উচিত এই বিষয়ে সরকারের পরামর্শ অনুযায়ী কাজ করা। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর কেন্দ্র সরকার এর বিরুদ্ধে একটি অধ্যাদেশ নিয়ে এসেছে। যেখানে, দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করা হয়েছে।

এই ঘটনার পর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছিলেন যে, তিনি অধ্যাদেশের বিরুদ্ধে এবং আম আদমি পার্টিকে সমর্থন করবেন। ২১ মে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। আধিকারিকদের বদলি-পোস্টিং সংক্রান্ত কেন্দ্রের অধ্যাদেশকে সংবিধানের পরিপন্থী বলেন নীতীশ। তিনি বলেন, নির্বাচিত সরকারের দেওয়া ক্ষমতা কীভাবে কেড়ে নেওয়া যায়? এটা সংবিধান বিরোধী। আমরা অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছি। আমরা দেশের সব বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করছি।

একইসঙ্গে, বিরোধীদের সমর্থন চেয়ে কেজরিওয়াল বলেন, কেন্দ্র সরকার যদি রাজ্যসভায় এই অধ্যাদেশ নিয়ে আসে আইন করতে, তাহলে বিরোধীদের উচিত আমাদের সমর্থন করা। বিরোধীরা একসঙ্গে থাকলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এই অধ্যাদেশের বিরোধিতা করতে তিনি সারাদেশের বিরোধী দলগুলোর সমর্থন চাইবেন। ২৩ মে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। ২৪ মে তিনি মুম্বইতে উদ্ধব ঠাকরের সঙ্গে এবং ২৫ মে মুম্বইতে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন। এরপর, তিনি অন্যান্য বিরোধী দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন।

Related Articles

Back to top button
error: