HighlightNewsদেশ

গোঁফের গেরোয় সাসপেন্ড কনস্টেবল

টিডিএন বাংলা ডেস্ক : কাঁধ অবধি লম্বা চুল, আর পাকানো গোঁফ কান পর্যন্ত। মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল রাকেশ রানার এই লুক কাল হলো তার। খোয়াতে হলো চাকরি। রাকেশের অদ্ভুতদর্শন কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এই যুক্তিতে তাকে চুল-গোঁফ কাটতে বলা হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানেন নি রাকেশ। তাই শেষমেষ চাকরি থেকে সাসপেন্ড করা হলো তাকে। মধ্যপ্রদেশের এই ঘটনায় শোরগোল।

চাকরি হারিয়েও কোনও হেলদোল নেই রাকেশের। তিনি জানিয়েছেন, ডিউটির সময় যথাযথ পোশাক পরতেন। সে ব্যাপারে কর্তৃপক্ষ কোনও অভিযোগ জানায়নি। সমস্যা তৈরি হয় গোঁফ নিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি গোঁফ রাখছেন। কারও কথায় তা কেটে ফেলতে রাজি নয়। কারণ এটা আত্মসম্মানের প্রতীক। রাজপুত হিসেবে গোঁফ তার গর্ব। আত্মসম্মান হারিয়ে তিনি গোঁফ কাটতে পারবেন না।

Related Articles

Back to top button
error: