HighlightNewsরাজ্য

রাজ্য বিজেপিতে অব্যাহত অসন্তোষ, এবার হুগলি জেলাতে গণপদত্যাগের জল্পনা

টিডিএন বাংলা ডেস্ক : মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলায় একের পর এক বড় নেতাদের পদত্যাগে বিপর্যস্ত গেরুয়া শিবি। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জেলা নেতৃত্বের প্রতি অসন্তোষ। এ বার সেই একই কারণে ক্ষোভের আঁচ হুগলি বিজেপিতে। হুগলি জেলার একঝাঁক বিজেপি কর্মী বুধবার জেলা বিজেপির দফতরে গিয়ে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ওই নেতা-কর্মীদের অভিযোগ, জেলা সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক নিজের ইচ্ছা মত দল পরিচালনা করছেন। দলীয় নিয়ম লংঘন করে নিজের পেটুয়া লোকদের নিয়ে দল চালাচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, সভাপতি তুষার মজুমদার ও সাধারণ সম্পাদক সুরেশ সাউ বর্তমানে যাদের নিয়ে দল চালাচ্ছেন তারা সব অর্থপাচারে অভিযুক্ত, দুষ্কৃতী। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এমন সব লোককে পদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা।

ঘটনার সূত্রপাত বিজেপির সাংগঠনিক কমিটি মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ নিয়ে। মঙ্গলবার হুগলি সাংগঠনিক জেলার ত্রিশটি বিজেপি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করার পরেই ক্ষোভ দেখা গেল দলের নিচুতলার কর্মীদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, নতুন যে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এর আগে দলের কোনও কাজকর্মে যুক্তই ছিল না। আগে দলের কোনও পদে থাকলে তাকে মন্ডলের সভাপতি করা যায় এক্ষেত্রে তাও মানা হয়নি বলে অভিযোগ। তবে হুগলির সাংগঠনিক জেলা বিজেপি সাধারন সম্পাদক সুরেশ সাউ এ প্রসঙ্গে বিক্ষুদ্ধদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই বিষয়ে বাইরে ক্ষোভ না দেখিয়ে দলের মধ্যে আলোচনা করুন।

Related Articles

Back to top button
error: