টিডিএন বাংলা ডেস্ক: মাদ্রাসায় উগ্রপন্থা নয়, এবার থেকে দেওয়া হবে দেশপ্রেমের শিক্ষা।”জঙ্গী নয় এবার থেকে মাদ্রাসায় তৈরি হবে দেশপ্রেমিক”। এমনই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের সংখ্যালঘু মন্ত্রী ধরমপাল সিং। শনিবার বরেলির ভেটারেনারি রিসার্চ ইউনিটে একটি সাংবাদিক সম্মেলনে ধরমপাল সিং জানান,”নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তৈরি করা হবে মাদ্রাসার পাঠক্রম। জাতীয়তাবাদের পাঠ দেওয়া হবে ছাত্রদের। সেখানে উগ্রপন্থার প্রসঙ্গ উত্থাপন করা হবে না।”
মাদ্রাসাগুলিকে উগ্রপন্থার আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রীর এহেন মন্তব্যের পর বিরোধীরা এই বিষয়টিকে খুবই দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে।
ওই সম্মেলনে ধরমপাল সিং আরো জানান, মাদ্রাসাগুলিতে ছাত্রদের কর্মমুখী শিক্ষা দেওয়ার কথাও ভাবা হয়েছে। তিনি বলেন, যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে, বেআইনি ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা হবে এবং ওই জমি ও সম্পত্তি সংখ্যালঘু উন্নয়নের কাজে লাগানো হবে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই মাদ্রাসা নিয়ে এধরনের বিতর্কিত মন্তব্য করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাবরাজ বোম্মাইয়ের রাজনৈতিক সচিব তথা বিধায়ক রেনুকাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে অবিলম্বে মাদ্রাসাগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে রেনুকাচার্য বলেন,”কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, স্কুল থাকতে মাদ্রাসার কি প্রয়োজন? ওরা কি প্রচার করে মাদ্রাসায়? ওরা নিষ্পাপ শিশুদের উস্কানি দেয়। এরাই ভবিষ্যতে দেশবিরোধী কাজ করে। এরা কোনওদিন ভারত মাতা কি জয় বলবে না।”