জ্ঞানবাপি মসজিদে পাওয়া বিতর্কিত বস্তুর কার্বন ডেটিং হবে: এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষা করা উচিত, রায় এলাহাবাদ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: জ্ঞানবাপি মসজিদে পাওয়া বিতর্কিত শিবলিঙ্গের কার্বন ডেটিং এবং বৈজ্ঞানিক জরিপের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রের বেঞ্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) শিবলিঙ্গের উপরের অংশ জরিপ করার নির্দেশ দিয়েছে। তবে, এএসআইকে দশ গ্রামের বেশি গ্রহণ না করার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, এই বিতর্কিত শিবলিঙ্গটি ২০২২ সালের ১৬ মে, জ্ঞানবাপি মসজিদের ওজুখানায় পাওয়া গিয়েছিল। এর আগে, বারাণসী জেলা বিচারক কার্বন ডেটিং-এর অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছিলেন। জ্ঞানবাপি মসজিদে প্রাপ্ত এই পাথরের কাঠামো সম্পর্কে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ এবং হিন্দু পক্ষের সকল মামলাকারী দাবি করেন যে, এটি আদি বিশ্বেশ্বরের শিবলিঙ্গ।

অন্যদিকে, এএসআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে যে বিতর্কিত শিবলিঙ্গটি কত পুরনো এবং এটি আসলে শিবলিঙ্গ নাকি অন্য কিছু। এই মামলায় এএসআই বৃহস্পতিবার সিলগালা কভারে আদালতে নিজেদের রিপোর্ট পেশ করে।