করোনা টেস্টের হার বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের

টিডিএন বাংলা দেশ : দেশজুড়ে শুরু হয়েছে কোভিডের থার্ড ওয়েভ। অথচ এরমধ্যে আচমকা করোনা পরীক্ষা কমিয়ে দিয়েছে অনেক রাজ্য। হাতেই আপাতত স্বস্তির ছবি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা চিঠি লিখলেন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে।

ওই চিঠিতে তিনি লিখেছেন, দেশজুড়ে পরীক্ষার হার অনেকটাই কমে গিয়েছে। অবিলম্বে তা বাড়াতে হবে। কৌশলগতভাবে করোনা পরীক্ষা না বাড়ালে আসল পরিস্থিতিটা আঁচ করা যাবে না। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশবাসীর একটা বড় অংশের সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়াতে সংক্রমণ কমে গিয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, দেশে মোট সংক্রমণের ৮০-৯০% ওমিক্রনের কারণে। এই পরিস্থিতিতে টেস্ট কমালে আরও বিপদ। সেই কারণে রাজ্যগুলিকে কেন্দ্র পরামর্শ দিয়েছে, সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে সন্দেহজনক ব্যক্তির করোনা পরীক্ষা করাতে হবে। আইসোলেশন মাস্ট। যাদের সংক্রমণের সম্ভাবনা বেশি তাদের ক্ষেত্রে নমুনা পরীক্ষা বাড়ানো হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে। এই অবস্থাই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার গলায় অন্য সুর। রাজ্যবাসীর উদ্দেশ্যে তার নিদান, টিকা না নিলে ঘরে বসে থাকুন। রাজ্যের সংক্রমণের বাড়াবাড়ি রুখতে একগুচ্ছ নয়া নির্দেশিকা এনেছে তার সরকার। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, টিকাকরণ বাধ্যতামূলক নয়। কিন্তু রাজ্যবাসীদের বলছি, টিকা না নিলে মিটিং অফিস হোটেল-রেস্তোরাঁয় যাওয়া যাবে না। টিকা না দিলে ঘরে বসে থাকুন।