টিডিএন বাংলা ডেস্ক: নতুন বছরের শুরুতেই করোনার ভ্যাকসিন পেয়ে যেতে পারে ভারত। সেই লক্ষেই ২জানুয়ারি ভারতের সমস্ত রাজ্যের করোনা ভ্যাকসিনের ড্রাইরান চালানো হবে। এ প্রসঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণসমস্ত রাজ্যগুলির স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। এর আগে সফলতা পূর্বক দেশের চারটি রাজ্যে দুটি করে জেলায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান করা হয়েছে। নতুন বছরের প্রথম শনিবার অর্থাৎ ২ জানুয়ারি সমস্ত রাজ্যগুলিতে এবং কেন্দ্রশাসিত প্রদেশগুলিতে ড্রাইরান করবে সরকার।এই ড্রাইরান কমপক্ষে তিনটি সেশন সাইটের মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের রাজধানীতে আয়োজিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কিছু রাজ্যে বেশ কয়েকটি দূরাগম্য জেলাকেও শামিল করা হয়েছে।