টিডিএন বাংলা ডেস্ক : চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো কাটতে না কাটতেই লক্ষ্মীপুজো। তারপরই কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো। একটার পর একটা উৎসব। আর সেই ফাঁকে ঢুকে পড়ছে করোনাও। গত কয়েকমাসে দেশে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেলেও উৎসবে মানুষের লাগামছাড়া ভাব ও বেপরোয়া মনোভাবের জেরে সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ৯৮৭ জন। বুধবারের তুলনায় বেশ খানিকটা বেশি। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণের হার বেড়েছে ১৯.৯৯ শতাংশ। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০ জন। একদিনে মৃত্যু হয়েছে দেশে ২৪৬ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ২২৬। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জন। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হার। বুধবার করোনামুক্ত হয়েছিলেন ২২,৮৪৪জন। বৃহস্পতিবার সেই সংখ্যা কমে হল ১৯,৮০৮ জন।