টিডিএন বাংলা ডেস্ক : লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। জমায়েত এড়ানো, মাস্ক পড়া, দূরত্ববিধি মেনে চলা, একমাত্র লাগাম পরাতে পারে সংক্রমণকে। সেই কথা মাথায় রেখে ফের ভার্চুয়াল শুনানিতে ফিরল কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের অন্যন্য আদালতগুলি। শনিবার এক নির্দেশিকা জারি করা হয়। তাতে এজলাসে শুনানি নিষিদ্ধ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
সোমবার আদালতের কার্যাবলী চালুর কথা ছিল। কিন্তু তার আগেই জানানো হল ভার্চুয়াল শুনানির কথা। নির্দেশিকায় প্রধান বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে ভার্চুয়াল শুনানি হবে । জামিনের মামলার শুনানিতে নথি জমার জন্য সরকারি আইনজীবী আদালতে থাকতে পারবেন। আদালতের ৬৬% কর্মী কাজ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। জানিয়েছেন প্রধান বিচারপতি।
এই মুহূর্তে আদালতগুলিতে শীতের ছুটি চলছে। ৩ জানুয়ারি থেকে আদালত খুলবে। ওই দিন থেকেই এই নিয়ম জারি হবে। পাশাপাশি আদালতের কর্মীদের কাজ করার ক্ষেত্রেও জারি হয়েছে বিধিনিষেধ।