একদিনে দেশজুড়ে ফের করোনার হাইজাম্প! ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও

টিডিএন বাংলা ডেস্ক : দেশজুড়ে হবাড়ছে করোনা সংক্রমণ। এতদিন পর্যন্ত সংক্রমণ ২ লাখের ঘরে আটকে থাকলেও এবার তা পেরল ৩ লাখের গন্ডি। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। গতকালের তুলনায় পজিটিভিটি রেট আরও বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। যার জেরে চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯১ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন।

দেশজুড়ে নির্বাচনমুখী রাজ্যগুলিতেও ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ। আসন্ন নির্বাচন ঘিরে চিন্তা বাড়ছে স্বাস্থ্য মহলের। নির্বাচনের পর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে তারা। নির্বাচনী প্রচারে রাশ টানা হলেও তা কতটা কার্যকরী, তা সময়ই বলবে। যদিও আচমকাই দেখা যাচ্ছে নির্বাচন আসন্ন উত্তরপ্রদেশের সংক্রমণের হার নিম্নমুখী হয়ে গেছে। আর তা নিয়ে কটাক্ষের বাণ ছুড়ছে বিরোধীরা।

এবার খোলা বাজারেও মিলতে চলেছে কোভ্যাক্সিন, কোভিশিল্ড। তবে বিষয়টি নির্ভর করছে ডিসিজিআইয়ের অনুমোদনের ওপর।