HighlightNewsদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের গণনা জারি, পাল্লা ভারী মুর্মুর, চলছে বিজয় মিছিলের প্রস্তুতি

টিডিএন বাংলা ডেস্ক: দেশের ১৫তম রাষ্ট্রপতি কে হবেন ত শুধু এখন সময়ের অপেক্ষা মাত্র। সংসদের ৬৩ নম্বর কক্ষে ব্যালট বাক্স খুলে শুরু হয়েছে ভোট গণনা। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলেও পরিসংখ্যানের নিরিখে পাল্লা ভারী দ্রৌপদী মুর্মুরই।

এনডিএ দলগুলির পাশাপাশি মুর্মু সমর্থন জানিয়েছে শিবসেনা, বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে, যশবন্ত সিনহাকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, টিএমসি, এনসিপি এবং সমাজবাদী পার্টি।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ২টায় রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করবেন। এদিকে, দিল্লিতে বিজেপি অফিসে ইতিমধ্যেই জয় উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই উদযাপনে অংশগ্রহণ করবেন।

জয়ের পর দেশজুড়ে মিছিল করবে বিজেপি। রাষ্ট্রপতির বিজয়ের পর এবারই প্রথম মিছিল বের করা হবে বলে জানা গিয়েছে। রাজপথ পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে ভাষণও দেবেন তিনি। প্রথমবার আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদিকে দেবেন নাড্ডা। তবে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করবেন না দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদী মুর্মুর গ্রামেও ইতিমধ্যেই বিজয় উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। লাড্ডু তৈরি করা শুরু করেছেন গ্রামবাসীরা। ফলাফল প্রকাশের পর, সারা এলাকায় লাড্ডু বিতরণ করা হবে। দ্রৌপদী মুর্মুর বিজয় ঘোষণার সাথে সাথেই সারা দেশে বিজয় উদযাপন শুরু হবে। দ্রৌপদীর জয়ের মধ্য দিয়ে বিজেপি আদিবাসী সম্প্রদায় সহ গোটা দেশকে বিশেষত মহিলাদের বিশেষ বার্তা দিতে চায়। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিই একমাত্র দল যারা ক্ষমতার জন্য নয়, দেশের বঞ্চিত শ্রেণী ও অংশগুলির জন্য কাজ করে, মূলধারা থেকে বিচ্ছিন্ন এই সম্প্রদায়ের কাছে এমনই একটি রাজনৈতিক বার্তা পাঠানোর প্রচেষ্টা করছে বিজেপি।

প্রসঙ্গত, বিজেপি ২১ জুন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। সেসময় এনডিএ-র কাছে ছিল ৫ লাখ ৬৩ হাজার ৮২৫, অর্থাৎ ৫২% ভোট। অন্যদিকে, ২৪টি বিরোধী দলের সঙ্গে থাকায় ৪ লাখ ৮০ হাজার ৭৪৮ অর্থাৎ ৪৪ শতাংশ ভোট সিনহার দিকে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত ২৭ দিনে, অনেক নন-এনডিএ দল সমর্থনে আসার কারণে মুর্মু একটি নির্ধারক লিড পেয়েছেন। যদি পুরো ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১ ভোট দেওয়া হয় তবে, মুর্মু ৬.৬৭ লক্ষ অর্থাৎ ৬১%ভোট পাবেন। সেই নিরিখে সিনহার ভোট কমেছে ৪ লাখ ১৯ হাজার। জয়ের জন্য প্রয়োজন ৫ লাখ ৪০ হাজার ৬৫টি ভোট।

Related Articles

Back to top button
error: