টিডিএন বাংলা ডেস্কঃ ভবানীপুরে অষ্টম রাউন্ডে ভোট গণনা শেষ হয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের থেকে। জঙ্গিপুরে চতুর্থ রাউন্ডের ভোট গণনা শেষে তৃণমূল প্রার্থী জাকির হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে আছেন ১১ হাজার ৫৯১ ভোটে। অন্যদিকে সামশেরগঞ্জে ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জইদুর রহমান থেকে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এগিয়ে আছেন ৫ হাজার ১৯০ ভোটে।