টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বলেন, আজ দেশ এমন ‘প্রকাশ্য ও সুপ্ত’ মতামত এবং আদর্শের দ্বারা আক্রান্ত রয়েছে যা ‘আমাদের এবং তাদের’ এই কাল্পনিক বিভাগের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংকটের আগেই ভারতীয় সমাজ ‘ধর্মীয়গোঁড়ামি’ এবং ‘আগ্রাসী জাতীয়তাবাদ’ এই দুই মহামারীতে আক্রান্ত হয়ে রয়েছে। যদিও দেশপ্রেম এর ধারণা এই দুটি বিষয় থেকে ইতিবাচক ধারণা কারণ দেশপ্রেমের ভাব সামরিক এবং সাংস্কৃতিক দিক থেকে রক্ষণাত্মক মনোভাব। কংগ্রেসের বড়িষ্ঠ নেতা শশী থারুরের লেখা “দ্যা ব্যাটেল অফ বিলঙ্গিং” বইয়ের ডিজিটাল প্রকাশ উপলক্ষে এই মন্তব্য করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
তিনি আরো বলেন, চার বছরের অল্প সময়েই ভারত একটি উদার জাতীয়তাবাদের মৌলিক দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে যা জনসাধারণের মধ্যে দৃঢ় প্রভাব ফেলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি বলেন,”কোভিড একটি খুবই খারাপ মহামারী, কিন্তু এর আগেই আমাদের সমাজ দুটি মহামারী ধর্মীয় গোঁড়ামি এবং আগ্রাসী জাতীয়তাবাদের শিকার হয়ে গিয়েছিল।”