HighlightNewsরাজ্য

খুলে গেল চলন্ত ট্রেনের কাপলিং, ট্রেন থেকে আলাদা হল বগি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, ব্যাহত ট্রেন চলাচল

টিডিএন বাংলা ডেস্ক: দুরন্ত গতিতে ছুটছে ট্রেন। চলন্ত ট্রেনের মধ্যে হঠাৎ বিপত্তি। কাপলিং খুলে আলাদা হয়ে গেল বগি। কিছু কামরা নিয়ে ইঞ্জিন সামনের দিকে এগিয়ে চলে গেলেও, কিছু কামরা দাঁড়িয়ে পড়লো লাইনের মধ্যেই। দক্ষিণ-পূর্ব শাখার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে এমনই ঘটনা ঘটলো উলুবেড়িয়া-হাওড়া লোকালে। দিনের শুরুতেই অল্পের জন্য বড়সড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উলুবেড়িয়া লোকালের যাত্রীরা। ট্রেনটির গতিবেগ কম থাকার ফলেই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন বহু সংখ্যক যাত্রী।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে ৯টা নাগাদ উলুবেড়িয়া লোকাল হাওড়া স্টেশনের পরের একটি স্টেশনে থেকে ছাড়ার পরপরই ট্রেনটির কাপলিং খুলে যায়। আর সেই কারণেই ট্রেনের গতিবেগ ছিল অনেক কম। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু কীভাবে একটি চলন্ত ট্রেনের কাপলিং খুলে যেতে পারে, কেন পূর্বেই চোখে পরেনি সমস্যা? প্রশ্ন তুলেছেন আতঙ্কিত যাত্রীরা। এই ঘটনায় ট্রেন যাত্রীদের জীবনের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়ীত্বজ্ঞানহীনতা নিয়েই প্রশ্ন উঠছে। এই বিপত্তির জন্য ওই লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন।

এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও কে এস আনন্দ বলেন, কেন আচমকা ট্রেনের কাপলিং খুলে গেল সে বিষয়ে তদন্ত করা হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়াররা। খুলে যাওয়া কামরাগুলিকে রেললাইন থেকে সরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আপাতত বিকল্প পথ হিসেবে থার্ড লাইন দিয়ে অন্যান্য লোকালগুলি চলাচল করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্যে যে, এই নিয়ে গত ১ সপ্তাহের মধ্যে ৩টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এর আগে স্টেশনে ঢোকার মুখে একটি পণ্যবাহী ট্রেনের কাপলিং খুলে গিয়ে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে গিয়েছিল। ট্রেনটি মালগাড়ি হওয়ায় বড় কোনও বিপদ ঘটেনি। অন্যদিকে, ওই দিনই হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখাতেও একটি পার্সেল কার বেলাইন হয়ে গিয়ে বিপত্তি ঘটে।

Related Articles

Back to top button
error: