পিএনবি ব্যাংক জালিয়াতি কাণ্ডে নীরব মোদির বোনকে রাজসাক্ষী বানানোর অনুমতি দিল আদালত

ছবি সৌজন্যে নীরব মোদির ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির বোনকে রাজসাক্ষী বানানোর অনুমতি দিল বিশেষ আদালত। আর্থিক তছরুপ নিরোধক আইনের আওতায় নীরব মোদির বোন পূর্বী আগরওয়ালকে রাজসাক্ষী বানানোর অনুমতি দিলেন বিশেষ বিচারপতি ভি সি বোর্দে। আদালত জানিয়েছে ক্ষমা চাওয়ার পর অভিযুক্ত পূর্বী আগরওয়াল রাজসাক্ষী হবেন। উল্লেখ্য, পুর্বী আগরওয়াল বেলজিয়ামের নাগরিকত্ব পেয়েছেন এবং ইডির তরফ থেকে দায়ের করা মামলায় অভিযুক্ত। আদালত জানিয়েছে,”অভিযুক্ত বর্তমানে বিদেশে আছেন। তাকে আদালতের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এর জন্য প্রসিকিউশন জরুরি পদক্ষেপ নেবে।”