প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রির বিবরণ দেওয়ার আদেশ বাতিল, কেজরিওয়ালকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাট হাইকোর্টের একক বিচারক বিচারপতি বীরেন বৈষ্ণব মুখ্য তথ্য কমিশনারের (সিআইসি) ২০১৬ সালের আদেশ বাতিল করেছেন। এই আদেশে, পিএমও-এর পাবলিক ইনফরমেশন অফিসার এবং গুজরাট ইউনিভার্সিটি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পিআইও-দের নির্দেশ দেওয়া হয়েছিল মোদির স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির বিশদ বিবরণ উপস্থাপন করতে। আদালত বিশেষভাবে আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পঁচিশ হাজার টাকা জরিমানাও করেছে। উল্লেখ্য, কেজরিওয়াল প্রধানমন্ত্রীর ডিগ্রি শংসাপত্রের বিশদ চেয়েছিলেন। এই টাকা গুজরাট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জমা করার নির্দেশ দিয়েছে আদালত।