HighlightNewsরাজ্য

পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আজকের মত সমাপ্ত হল এই মামলার শুনানি। এদিন ইডির আইনজীবী ও পার্থের পক্ষের আইনজীবী উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন। জানা গিয়েছে, পার্থের পক্ষের আইনজীবী আবেদন করেন যেহেতু তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনো অভিযোগেরই প্রমাণ নেই। যেহেতু যে টাকা পাওয়া গিয়েছে সেটা পার্থের বাড়ি থেকে নয় অন্যের বাড়ি থেকে পাওয়া তাই তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। কিন্তু এই মামলার বিচারপতি সেই আবেদন খারিজ করে পার্থকে ২ দিনের জন্য ইডির হেফাজতের রাখার নির্দেশ দিলেন।

এদিকে ইডি অফিসে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে এবার তাঁকে ইডি অফিসে নিয়ে এসে শুরু করা হবে জিজ্ঞাসাবাদ। সেক্ষেত্রে অর্পিতা ও পার্থকে মুখোমুখি বসিয়ে চলতে পারে জিজ্ঞাসাবাদ।

Related Articles

Back to top button
error: