টিডিএন বাংলা ডেস্ক : লখনউয়ের একটি আদালত পুলিশকে উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভীর বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে দায়ের করা মামলার এফআইআর নথিভুক্ত ও তদন্তের নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে শ্রীবাস্তব এই আদেশ দেন। সিআরপিসির ধারা ১৫৬ (৩) এর আওতায় ভুক্তভোগী দ্বারা করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন তিনি।
আদেশ দেওয়ার পর নির্দিষ্ট তিন দিনের মধ্যে আদালত সাদাতগঞ্জ থানা কে এফআইআর এর কপি আদালতে উপস্থিত করতে বলেছেন।
কোর্টের কাছে আবেদনে ভিকটিম জানিয়েছে যে তার স্বামী চার বছর ধরে রিজভির গাড়ির চালক ছিল।
দেশভক্ত ও স্বাচ্ছা মুসলিম বলে দাবিকারী, বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, ওয়াসিম রিজভীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তার ড্রাইভারের স্ত্রী অভিযোগ করেছেন যে একদিন রিজভী তার স্বামীকে এলাকার বাইরে কোথাও পাঠিয়ে দেয় এবং তারপরে রাতে তার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। রিজভী তার আপত্তিজনক ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করার হুমকিও দিয়েছিল।
ওই মহিলা জানান যে তিনি এই ঘটনার কথা কাউকে জানাননি কারণ তার স্বামী ও তার প্রাণনাশের হুমকির আশঙ্কা ছিল।
কিন্তু রিজভী প্রায়শই কিছু কাজের অজুহাতে স্বামীকে বাইরে পাঠিয়ে এসে তাকে হুমকি দিত ও ধর্ষণ করতো। অগত্যা মহিলা তার স্বামীকে ঘটনাটি বললে ১১জুন ২০২১ ওয়াসিম রিজভীর সাথে ঘটনাটি নিয়ে কথা বলতে যাওয়ায় ড্রাইভার বা ধর্ষিতা মহিলার স্বামীকে মারধর করা হয় এবং মৃত্যুর হুমকির দেয়।
রিজভী যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে তাঁর প্রাক্তন চালক তার প্রতিদ্বন্দ্বীদের কাছে যাবতীয় তথ্য পৌঁছতেন।
উল্লেখ্য, প্রাপ্তন শিয়া ওয়াকাফ বোর্ডের সদস্য ওয়াসিম রজভি মুসলিম ধর্ম নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করেছেন সম্প্রতি।