HighlightNewsদেশশিক্ষা ও স্বাস্থ্য

আয়ুর্বেদে সারবে কোভিড?

টিডিএন বাংলা ডেস্ক : কোভিডের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ হাসপাতালে। সেখানে সংক্রমিত রোগীদের মধ্যে ৯৯% রোগী হাসপাতাল থেকে ছুটির আগে নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। তাদের মধ্যে ৯২% সম্পূর্ণ হয়েছে আয়ুর্বেদ চিকিৎসার ফলে। সংসদে লিখিতভাবে এ কথা জানালেন আয়ুষমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

মন্ত্রী জানান, সারাদেশে আয়ুষ চিকিৎসার সম্প্রসারণ করা হয়েছে রাষ্ট্রীয় আয়ুষ মিশন কর্মসূচির মাধ্যমে। মন্ত্রীর কাছে আয়ুষ সংক্রান্ত মোট পাঁচ দফা প্রশ্ন রেখেছিলেন একযোগে বিজেপি সাংসদ সুধাকর তুকারাম শ্রাঙ্গারে ও দেবশ্রী চৌধুরী, জনতা দল সাংসদ অজয় কুমার মন্ডল ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাদের প্রশ্ন ছিল আয়ুষ চিকিৎসার মান ধরে রাখা, কোভিডের চিকিৎসা পদ্ধতি ও আয়ুষের করোনার টিকাকরণ নিয়ে।

এই প্রশ্নের উত্তরে সংসদে ওই খতিয়ান তুলে ধরে মন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, আয়ুষ কেন্দ্রগুলিতে গড়ে রোজ ৮৯ জনকে কোভ্যাকসিন ও ১২২ জনকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: