অর্থনীতিকে চাঙ্গা করবে গোমূত্র ও গোবরই! হাস্যকর দাবি শিবরাজের

টিডিএন বাংলা ডেস্ক : দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গরুর মূত্র এবং গোবরের ওপরই ভরসা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার পশু চিকিৎসকদের মহিলা শাখার একটি অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেন, গরু, গোবর এবং গোমূত্রেই লুকিয়ে রয়েছে দেশের আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিকভাবে প্রয়োগের।

বিজেপি নেতাদের গরু নিয়ে আদিখ্যেতার শেষ নেই। বাংলার প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনার সন্ধানের কথা বলে সাড়া ফেলে দিয়েছিলেন। করোনা রুখতে বিজেপি সাংসদের গলায় গো-চোনা সেবনের কথা শোনা যায়। এবার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সেই গরুর উপরেই ভরসা করলেন বিজেপি নেতা। ভোপালের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গরু বা বলদ ছাড়া অনেক কাজই এগোতে পারে না। এরা খুব গুরুত্বপূর্ণ। ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গরু ও তাদের গোবর-গোমূত্র সব রাজ্য এমনকি তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। গরুদের রক্ষণাবেক্ষণের জন্য বহু গোয়াল ঘর তৈরি হয়েছে। এই গবাদিপশুর থেকে উপকারিতা পেতে হলে সমাজের প্রত্যেকেই অংশ নিতে হবে। এ ক্ষেত্রে মহিলাদের যোগদান, সেই কাজ অনেকটা সহজসাধ্য করতে পারে।”

উল্লেখ্য, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রথম গো- অভয়ারণ্যর সূচনা হয়েছিল। যার ভিত্তি স্থাপন করেছিলেন আরএসএস নেতা মোহন ভাগবত। এমনকি গুরুদের রক্ষা করতে গত বছর গো-মন্ত্রিসভা গঠন করার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তবে গো-রাজনীতিতে পিছিয়ে নেই কংগ্রেস। ২০১৮ সালে রাজ্য বিধানসভা ভোটের সময় প্রতিটি পঞ্চায়েত এলাকায় গোশালা গঠন করে বাণিজ্যিকভাবে গোমূত্র উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস।