“গো-মূত্র করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে, সারিয়ে দিতে পারে ফুসফুসের সংক্রমণ”; বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের
টিডিএন বাংলা ডেস্ক: ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তিনি বলেন, গো-মূত্র করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে, সারিয়ে দিতে পারে ফুসফুসের সংক্রমণ। তাঁর দাবি, তিনি প্রতিদিন গো-মূত্র পান করেন বলে তিনি এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হননি। ভোপালের নিকটবর্তী উপশহর বৈরাগড়ের বাসিন্দাদের অক্সিজেন কনসেনট্রেটর দান করার একটি অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।
মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সাদ্ধি প্রজ্ঞা ঠাকুর আরো বলেন, অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হবে না যদি পিপুল গাছ, তুলসী গাছ এবং কলাগাছ লাগানো হয়। পাশাপাশি ভোপালে এক কোটি গাছের চারা প্রতিস্থাপন করার ঘোষণাও করেন তিনি। ওই সমস্ত গাছের ছায়ায় জল দেওয়ার জন্য জলের ট্যাঙ্কার পাঠানোর কথাও বলেন তিনি।
এধরনের মন্তব্য প্রজ্ঞা ঠাকুর এই প্রথমবার করেনি। এর আগে ২০১৯ সালে প্রজ্ঞা ঠাকুর বলেছিলেন গোমূত্র এবং অন্যান্য গো-জাত দ্রব্যাদির সংমিশ্রণ খেয়ে তাঁর ক্যান্সার সেরে গেছে।