দেশ

অগাস্ট পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে বেড়েছে ৪৬% অপরাধ

টিডিএন বাংলা ডেস্ক : ২০২১ সালের প্রথম আট মাসে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ৪৬শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অভিযোগ উত্তরপ্রদেশের। তারপরই তালিকায় রয়েছে রাজধানী শহর দিল্লি। এরপর রয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্র। মঙ্গলবার এমনই দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার। তাঁর দাবি, অভিযোগের বৃদ্ধি ঘটেছে। কারণ কমিশন নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। ফলে জনসাধারণ এখন তার কাজ সম্পর্কে আরও সচেতন।

জানুয়ারি থেকে আগস্ট ২০২১ পর্যন্ত গোটা দেশে প্রায় ২০ হাজার নারী নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ আগস্টে এই সংখ্যা ছিল মাত্র ১৩,৬১৮। এমনকি চলতি বছর শুধু জুন মাসেই ৩,২৪৮টি অভিযোগ দায়ের হয়েছে। এমনটাই জাতীয় মহিলা কমিশনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

কমিশনের অধ্যক্ষা রেখা শর্মা বলেন, মহিলারা এখন অনেক বেশি সচেতন। আমাদের নিয়মিত সচেতনতার জেরে মানুষ এগিয়ে এসে অভিযোগ নথিবদ্ধ করছেন।মহিলা কমিশন প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, আগস্ট ২০২১ পর্যন্ত দায়ের ১৯,৯৫৩টি অভিযোগের মধ্যে ৭,০৩৬টি মর্যাদাহানির অভিযোগ, ৪,২৮৯টি গৃহহিংসা আর ২৯২৩টি পণ নিয়ে বিবাদে নিগ্রহ।

বিশেষজ্ঞদের মতে, মর্যাদাহানির অভিযোগের একাধিক বিধি আছে। একদম প্রথমেই নারীদের আবেগকে আঘাত, যেমন শারীরিক বা মানসিক নিগ্রহ। এরপরেই ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা আর সবশেষে সাইবার অপরাধ।

Related Articles

Back to top button
error: