টিডিএন বাংলা ডেস্ক : মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন, বিজেপি তাঁকে বিঁধত মৌনমোহন বলে। মৌনতাকে ভেঙে মুখর হয়ে উঠেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গতকাল উত্তরসূরিকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার পাল্টা জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এক ভিডিও বার্তায় মনমোহন বলেন, ‘গায়ে পড়ে বিরিয়ানি খেলে বা জোর করে কোলাকুলি করলেই বিদেশনীতি বোঝা যায় না। দোলনায় দুললেও না। সীমান্ত পেরিয়ে চিন আমাদের দেশের মাটিতে ঢুকে বসে রয়েছে। আর সরকার লাগাতার সেই সত্যিটাকে ঢাকা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, দশ বছর প্রধানমন্ত্রী ছিলাম। মৌন থাকা, দুর্নীতির অভিযোগ প্রচুর শুনেছি। তাও বিজেপি বা তাদের বি ও সি টিম কিছু করতে পারেনি। আমারও প্রচারের প্রয়োজন পড়েনি। কাজই আমার হয়ে কথা বলেছে। মানুষ বুঝেছে, ২০০৪ থেকে ২০১৪ সালই ছিল আচ্ছে দিন।’
মনমোহনের বেনজির আক্রমণের পরেই পাল্টা আসরে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, ‘আপনাকে অত্যন্ত সম্মান করি। এটা আপনার থেকে আশা করিনি।’ নির্মলার কথায়, মনমোহনকে এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখা উচিত, যাঁর আমলে টানা ২২ মাস দেশের মুদ্রাস্ফীতি ছিল দু’অঙ্কে। আমাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে গত ৭ বছরে ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছে। অথচ উনি আচমকাই দেশের অর্থনীতি নিয়ে কথা বলছেন। সেটা কি পাঞ্জাব নির্বাচনের কথা মাথায় রেখে?”