HighlightNewsদেশ

সংবিধানের সমালোচনা কেরলের মন্ত্রী সাজি চেরিয়নের, “মুখ ফসকে বেরিয়ে গেছে”, সাফাই সিপিএম-এর

টিডিএন বাংলা ডেস্ক: কেরালার মন্ত্রী সাজি চেরিয়ান সম্প্রতি সংবিধানের সমালোচনা করে বলেন যে এটি (সংবিধান) “শোষণকে ক্ষমা করে”। আর এটা (সংবিধান) এমনভাবে লেখা হয়েছে যাতে, দেশের মানুষকে ‘লুঠ’ করা যায়। কেরলের মাল্লাপল্লীতে আয়োজিত একটি রাজনৈতিক অনুষ্ঠানে এই বিবৃতি দেন চেরিয়ান। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিরোধী দলগুলির তরফে চেরিয়নের পদত্যাগ দাবি করা হয়েছে।

এদিকে, রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর সিপিএম-এর তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, চেরিয়ানের মুখ ফস্কে যাওয়ার কারণেই তিনি এমন কথা বলেছেন। চেরিয়ান এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। চেরিয়ন জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

Related Articles

Back to top button
error: