HighlightNewsরাজ্য

হঠাৎ বৃষ্টিতে জলের নীচে ফসলের খেত, ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক, মাথায় হাত চাষিদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: শীতের মরসুমে হঠাৎ অকাল বৃষ্টিতে জলের নীচে চলে গিয়েছে গ্ৰাম বাংলার ফসলের খেত। অধিকাংশ ফসল মাঠেই নষ্ট হয়ে যাওয়ার ফলে মাথায় হাত ক্ষতিগ্রস্ত চাষিদের। গত ২ দিন ব্যাপি প্রায় সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাত হয়েছে। কোথাও আবার অতি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। সকাল হতেই কৃষকরা মাঠে গিয়ে দেখতে পান প্রায় সমস্ত ফসল জলের নীচে চলে যাওয়ায় নষ্ট হয়ে গিয়েছে। এখন তারা কি করবেন, কার কাছে যাবেন কিছুই বুঝতে পারছেন না। এই ফসল বিক্রি করেই সারা বছর সংসার চলে গ্ৰামের অধিকাংশ পরিবারের। এখন তারা কি খাবেন, কিভাবে সংসার চালাবেন তা ভেবেই চোখে অন্ধকার দেখছেন সাধারণ কৃষিজীবী পরিবারের সদস্যরা। অনেকেই আবার ঋণের টাকায় চাষাবাদ করেছেন, এখন ফসল নষ্ট হয়ে যাওয়ায় কিভাবে ঋণ পরিশোধ করবেন সেই চিন্তায় অস্থির কৃষকরা।

এই প্রসঙ্গে নদীয়া জেলার রানাঘাট সাবডিভিশনের আইসমালি গ্ৰামের বাসিন্দা এক কৃষক রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, “আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমরা বাঁচবো কিভাবে? আমরা তো না খেতে পেয়ে মারা যাব। ধান, গম, পিঁয়াজ, ষড়িষা সহ সমস্ত সব্জি নষ্ট হয়ে গিয়েছে।” অপর এক কৃষক বলেন, “সব ফসল মাঠেই নষ্ট হয়েছে আর কিছু বলার নেই। এখন আমাদের সরকারি সাহায্য দিতেই হবে। না হলে বিষ খেয়ে অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে। এছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই।”

Related Articles

Back to top button
error: