HighlightNewsদেশ

৫৭ আসনের রাজ্যসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই ১৬ আসনে, চলল ক্রস ভোটিং

টিডিএন বাংলা ডেস্ক: ৫৭ আসনে রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব এদিন সকালে শুরু হয়। চলে বিকাল চারটে পর্যন্ত। এর মধ্যে ৪১ জন সাংসদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিন সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় চার রাজ্যের ১৬ আসনে। কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানায় দিনভর টানটান উত্তেজনা বজায় থাকে।

উল্লেখ্য, আগামী মাসেই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই রাজ্যসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য ভোট দেন উদ্দিষ্ট রাজ্যের বিধায়করা। সূত্রের খবর, এদিন অনেক বিধায়কই নিজের দলের পরিবর্তে বিপক্ষের প্রার্থীকে ভোট দিয়েছেন। কর্নাটকে অন্তত এক জন জনতা দল সেক্যুলার বিধায়ক কংগ্রেসকে ভোট দিয়েছেন। এদিন ভোটদানের পর জেডিএস বিধায়ক শ্রীনিবাস গৌড়া বলেন, ‘‌কংগ্রেসকে ভালোবাসি, তাই ভোট দিয়েছি।’‌ অপর এক জেডিএস বিধায়কও ভোট দিয়েছেন কংগ্রেসকেই। তবে, জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী অভিযোগ করেছেন, ‘‌ঘোড়া কেনাবেচা’‌ হয়েছে।

অন্যদিকে, রাজস্থানে শাসকদল কংগ্রেস দাবি করেছে, বিজেপির দু’‌টি ভোট তাদের দিকে এসেছে। ফলে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে হাত শিবির। মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপির শাসক জোট আগেই ধাক্কা খেয়েছে। এনসিপির দুই বিধায়ক নবাব মালিক এবং অনিল দেশমুখকে এখনও জামিন দেয়নি মুম্বই হাইকোর্ট। ফলে তাঁরা ভোট দিতে পারেননি না আজ।

Related Articles

Back to top button
error: