কিউবা একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

টিডিএন বাংলা ডেস্ক: কিউবাতে সম্প্রতি টানা পাঁচ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিদ্রোহ ধীরে ধীরে সহিংস রূপ নিলে বিদ্রোহ দমন করতে নামানো হয় নিরাপত্তা বাহিনীর। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে বলতে গিয়ে শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “কিউবা একটি ‘ব্যর্থ রাষ্ট্র’।” সেখানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, ভেঙে পড়েছে অর্থনীতি। তিনি অভিযোগ করেন, কিউবাতে জোরপূর্বক ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। তিনি বলেন, তার প্রশাসন কিউবার থেকে জোড় পূর্বক ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে ফেলার চেষ্টা করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ কিউবার প্রেসিডেন্ট। তিনি এক ট‍্যুইটার বার্তায় উল্টে অভিযোগ করেন, “আমেরিকা কোটি কোটি ডলার খরচ করে কিউবেকে ধ্বংস করার সর্বাত্মক প্রচেষ্টা করেছে। কিন্তু অবশেষে তারা ব্যর্থ হয়েছে। তাই এখন তারা এ ধরনের মন্তব্য করছে।” তিনি একই সঙ্গে আরও যোগ করেন, মার্কিন প্রশাসনের যদি কিউবার জনগণের প্রতি দরদ থাকতো তাহলে কিউবার উপড়ে আরোপিত ২৪৯টি নিষেধাজ্ঞা তুলে নিতো। কিন্তু মার্কিন প্রশাসন করোনা মহামারীর মধ্যেই আবার আরো ৫০টি নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কিউবার প্রতি মার্কিন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তার সরকার এর যোগ্য জবাব দেবে। উল্লেখ্য যে, কিউবা যুদ্ধের সময় থেকেই মার্কিন প্রশাসনের সঙ্গে কিউবার শত্রুতা চলে আসছে। অন্যদিকে অপর পরাশক্তি রাশিয়া বরাবরই কিউবাকে সমর্থন করেছে। সাম্প্রতিক এই বিক্ষোভ সম্পর্কে রাশিয়া মন্তব্য করেছে এটি কিউবার অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে জাতিসংঘ বা অন্য কোন রাষ্ট্রের হস্তক্ষেপ করা অনুচিত। একইসঙ্গে রাশিয়া কিউবাকে সমস্ত রকম সমর্থন ও সাহায্যের আশ্বাস দিয়েছে।