রাজ্য

শনিবার থেকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা

টিডিএন বাংলা ডেস্ক : পুজোর মুখে বাংলায় দুর্যোগের ঘনঘটা। রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অবিরাম বর্ষণ। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এরইমধ্যে দক্ষিণবঙ্গে ফের নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। ফলে সপ্তাহের শেষে নতুন করে বাংলা ও ওড়িশাতে দুর্যোগ শুরু হতে পারে বলে, সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার আপাতত অভিমুখ ওড়িশা। এমনটা জানিয়েছেন মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার মহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে তার বিস্তৃতি এবং শক্তি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহবিদরা। তাই দক্ষিণবঙ্গ সম্পর্কে নিশ্চিত পূর্বাভাস পেতে আরও কয়েকটি দিন চাইছেন তারা। আজ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবং বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়াতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা শেষ লগ্নে এই সময় বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে থাকে। বর্ষা বিদায় নিলে বা বিদায়ের ঠিক মুখে অক্টোবর-নভেম্বর মাসে নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে।

Related Articles

Back to top button
error: