টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার দাবিতে শহীদ মিনারের পাদদেশে ধর্নায় বসেছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এবার তাদের ভয় দেখাতে সেই ধর্নামঞ্চে বোমা হামলা চালানোর হুমকি দিয়ে পোস্টার পড়লো সেখানে। যার বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীদের একাংশ।
ডিএ ধর্নামঞ্চে হুমকি পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোমবার এই হুমকি পোস্টারের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করে আন্দোলনকারীরা বলেন, ভয় দেখিয়ে তাদের আন্দোলনকে কোনো ভাবেই থামানো যাবে না। ডিএ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘গত ৬ তারিখ মঞ্চের পিছন দিক থেকে স্বেচ্ছাসেবকেরা একগুচ্ছ পোস্টার পান। আমরা তখন সেগুলিকে তেমন গুরুত্ব দিইনি। কিন্তু গতকাল দায়িত্বপ্রাপ্ত কারও কারও কথায় ওই পোস্টারে ব্যবহৃত শব্দবন্ধের মিল পাওয়ার পরে আমরা আশঙ্কিত হয়ে পড়ি। পুলিশকে জানালে তারা এফআইআর করার পরামর্শ দেয়।’’