মারা গেলেন বাবা, সিডনিতে কোয়ারেন্টিনে থাকায় আসতে পারলেন না ভারতীয় পেসার মহম্মদ সিরাজ

টিডিএন বাংলা ডেস্ক: মারা গেলেন বাবা। সিডনিতে কোয়ারেন্টিনে থাকায় আসতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার মহম্মদ সিরাজ। শুক্রবার সিডনিতেই কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদটি পান তিনি। কিন্তু মন বিষন্ন হলেও এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টাইনে থাকায় ভারতে আসতে পারবেন না তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সিরাজের বাবা মহম্মদ ঘাউস
হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।